তিন কলাম বিশিষ্ট এই উইনডো এর বাম পাশে আপনি এই প্রজেক্ট এর জন্য প্রয়োজনীয় ক্লাস ফাইল, ফ্রেমওয়ার্ক, সাপোর্টিং ফাইল ইত্যাদি দেখতে পারবেন। এটাকে প্রজেক্ট ন্যাভিগেটর বলে। মাঝের অংশটিকে বলা হয় এডিটিং এরিয়া যেখানে একদিকে যেমন কোড লিখতে পারবেন তেমনি প্রজেক্ট এর বিভিন্ন সেটিংস পরিবর্তন করার সময়ও এখানে সেই প্যানেলটি চলে আসবে। আর ডানের অংশকে বলা হয় ইউটিলিটি এরিয়া যেখান থেকে আপনি কোনো ইউজার ইন্টারফেস ফাইল এর ক্লাস এসাইন করে দিতে পারেন এবং ইউজার ইন্টারফেস এর বিভিন্ন কিট যেমন বাটন, লেবেল, নতুন একটি ভিউ এসব মাঝখানের এডিটর-এ নিয়ে এসে কাজ করতে পারেন অথবা এগুলোর সাইজ ও অন্যান্য প্রপার্টি ঠিক ঠাক করতে পারেন। এই তিন কলাম এর উপর দিয়ে যে একটি রো সেটাকে টুলবার বলা হয় যেখানকার টুল গুলোর ব্যবহার আপনি নিজেই একটু খেয়াল করে ঘেটে দেখলেই বুঝে যাবেন। হাজার হলেও আপনি একজন iOS ডেভেলপার :P